Baduria

বাদুড়িয়ায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

জেলা

১৪ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাদুড়িয়ায়। শুধু তাই নয়, ঘটনার তদন্ত নেমে অভিযোগকারী নাবালিকা শিশু কন্যাকে অমানবিক ভাবে শারীরিক পরীক্ষার অভিযোগ উঠল মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধেও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় পোকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে শারীরিক হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। কারোর সাথে কিছু বললে বা চিৎকার করলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে সে জ্ঞান হারায়। পরে স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তেই মহিলা পুলিশকর্মীর অমানবিক ভাবে শারীরিক পরীক্ষার অভিযোগ তুলেছে ওই নাবালিকার পরিবার। পরিবারের দাবি, গতকাল রাতে ৯ টায় কাটিয়াহাট ফাঁড়ি থেকে বেশ কয়েক জন পুলিশ ও স্থানীয় সিভিক ভলান্টিয়ারের দলে থাকা এক মহিলা পুলিশ কর্মী নাবালিকার সাথে আলাদা ভাবে কথা বলেন তখন জামা-কাপড় খুলে অমানবিকভাবে তার পরীক্ষা করেন বলে পরিবারের দাবি। জানা গিয়েছে নির্যাতিত নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়ে। ফলে সোমবার তার ডাক্তারী পরীক্ষা করা সম্ভব হয় নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবার তদন্ত সাপেক্ষে দোষীর শাস্তি চেয়ে পুলিশ প্রশাসনের দরজায়।

Comments :0

Login to leave a comment