Anubrata Mondal 14 days custody

আরও ১৪ দিনের জেল হেপাজত অনুব্রতর

জেলা

আরও ১৪ দিনের জেল হেপাজত হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের। শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয় তাকে। সেখানে অনুব্রতর আইনজীবী যদিও তার জামিনের আবেদন করেনি, বরং এদিন চার্জশিটের একটি কপি চায়। সেই প্রসঙ্গে সিবিআই’র আাইনজীবী বলেন ৫ টি সাপ্লিমোন্টারি চার্জশিট জমা পড়লেও তদন্তে এগোচ্ছে তাই এখনও সম্পুর্ণ চার্যশিট জমা পড়েনি।    


তারপরেই অনুব্রতর আইনজীবী প্রথম চার্জশিটের কপি চায়। বীরভূমে অনুব্রতর ভোলেব্যোম রাইস মিল সিল করেছে সিবিআই’র, চালু করার আবেদন করেন। অনুব্রতর বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনও ফিরে পাওয়ারও আবেদন করেন তার আইনজীবী। এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী শুানানী হবে ৯ ডিসেম্বর। 
অপরদিকে, অনুব্রতকে দিল্লি নিয়ে জেরা করতে চায় ইডি। সেখানে অনুব্রতর ছায়াসঙ্গী ও দেহরক্ষী সায়গল হোসেন ও এনামুলের মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরা করতে চায় ইডি। সেই ভিত্তিতে ১ডিসেম্বর দিল্লি হাইকোর্টে শুনানী রয়েছে।

Comments :0

Login to leave a comment