indian super league

সুপার সিক্সের যাওয়ার শেষ সুযোগ মুম্বইয়ের সামনে

খেলা

bengaluru vs mumbai city fc isl

মঙ্গলবার আইএসএলে সুপার সিক্সে যাওয়ার শেষ সুযোগ রয়েছে মুম্বইয়ের সামনে। বর্তমানে ২৩ম্যাচে ৩৩ পয়েন্টে রয়েছে মুম্বই সিটি এফসি। ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আইএসএলে এই মরশুমের যাত্রা শেষ করেছে ওড়িশা। ফলে মঙ্গলবার অন্তত ড্র করলেই ৩৪পয়েন্ট নিয়ে ষষ্ঠ দল হিসেবে সুপার সিক্সে জায়গা করে নেবে মুম্বই সিটি এফসি। ম্যাচ হেরে গেলে জায়গা পাবে ওড়িশা। কারণ গোলপার্থককে এগিয়ে রয়েছে লোবেরার দল। গত মরশুমের পারফরমেন্সের ধারেকাছে নেই এবারের মুম্বই। ছাঙতেও হাতড়ে বেড়াচ্ছেন গত মরশুমের ফর্ম। ফলে মঙ্গলবারই তার জ্বলে ওঠার দিন। তবে তাদের প্রতিপক্ষ সুনীলদের বেঙ্গালুরু। সুপার সিক্সে উঠে গেলেও বেঙ্গালুরু তাদের ঘরের মাঠ কান্তিরাভাতে জয় পেতে চাইবে। ফলে খেলা হবে বেশ হাডাহাড্ডি।  

Comments :0

Login to leave a comment