আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার দশম শ্রেণির পরীক্ষা চালু করছে সিবিএসই। জাতীয় শিক্ষা নীতি ২০২০তে স্কুল শিক্ষায় সেমিস্টার প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আগামী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে বলে জানা যাচ্ছে।
কেন সেমিস্টার ব্যবস্থা স্কুল শিক্ষায় চালু করা হচ্ছে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দাবি এই সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের ওপর থেকে লেখা পড়ার চাপ কমবে কিছুটা। সেমিস্টার ব্যবস্থায় ছ’মাস পরপর পরীক্ষা হওয়ায় তাদের কাছে সুযোগ থাকে পরবর্তী ক্ষেত্রে ভালো ফলাফল করার।
উল্লেখ্য সেমিস্টারের ক্ষেত্রে ছয় মাস অন্তর পরীক্ষা হলেও পাঠ্যক্রম আলাদা থাকে। অন্য বিষয় নিয়ে পড়তে হয় একজন পড়ুয়াকে, বদলে যায় সিলেবাস। এছাড়া পুরো ছয় মাসও অনেক সময় পড়ুয়ারা পায় না এই সিলেবাস শেষ করার জন্য। সেই ক্ষেত্রে প্রশ্ন উঠছে নতুন এই পদ্ধতি পড়ুয়াদের ওপর চাপ বাড়াবে না কমাবে?
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দাবি স্কুল গুলোর শিক্ষক শিক্ষিকারাও যাতে এই নতুন পদ্ধতির সাথে মানিয়ে নিতে পারেন তার জন্য তাদের বিশেষ ট্রেইনিং দেওয়া হচ্ছে।
CBSE
আগামী বছর থেকে সেমিস্টার চালু করছে সিবিএসই

×
মন্তব্যসমূহ :0