বর্ষায় সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে নটি চিতা বাঘের। সংবামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় বনদপ্তরের মন্ত্রী ভুপেন্দ্র যাদব একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে কুনো ন্যাশেনাল পার্ক থেকে চিতা বাগ গুলোকে অন্যত্র নিয়ে যাওয়ার কোন পরিকল্পনা বন বিভাগের নেই।
গত বছর সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে কুনো ন্যাশেনাল পার্কে ২০টি চিতা বাঘ আনা হয়। চলতি বছর মার্চ মাস থেকে এখনও পর্যন্ত তিনটি শাবক সহ নটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রীর কথায় শেক্ষ যেই দুটি চিতা বাঘের মৃত্যু হয়েছে তার কারণ বর্ষার সংক্রমণ। তিনি জানিয়েছেন যে চিতা বাঘ গুলো স্বাস্থ্যে ওপর পশু চিকিৎসকরা নজর রাখছেন এবং দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার পশু চিকিৎসকদের সাথেও এই বিষয় যোগাযোগ করা হচ্ছে।
Comments :0