chennai rain, water logged

চেন্নাইতে রাতভর বৃষ্টি, শনিবারও বন্ধ স্কুল কলেজ

জাতীয়

রাতভোর ফের প্রবল বৃষ্টিতে ভাষল তামিলনাড়ু। ফলে শুক্রবার স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। শনিবারও চেন্নাই, পুডুচেরী, ভেলোর, রানিপেতে সহ আরও বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে তামিলনাড়ু আবহাওয়া দপ্তর। বঙ্গপোসাগরের ওপরে থাকা নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে বলে জানায় আবহাওয়া দপ্তর। ১২ তারিখ অর্থাৎ শনিবার দুপুরের পর থেকে বৃষ্টির পরিমান কমলেও ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। এর আগে ১ নভেম্বরের বৃষ্টিতে মৃত্যু হয় দুই ব্যক্তির।
রাতভর এই বৃষ্টির জেরে চেন্নাই সহ একাধিক শহর জলমগ্ন হয়ে পড়েছে। জাতীয় সড়কে জল জমে যাওয়ায় অসুবিধায় পড়েছে অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ। জল ঢুকে গেছে বাড়িতে এমনকি বহু পুরনো মন্দিরগুলিতেও। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে হাটু সমান জলে দাড়িয়ে বিয়ে করছে পাত্র পাত্রি। তারপর জল ডিঙিয়েই তারা বাড়ির দিকে রওনা দিচ্ছে। কিন্তু বর্ষা চলে গিয়ে শিতের মরশুম আসছে সেই সময় বারবার এরকম বৃষ্টি নিয়ো চিন্তিত আবহাওববিদরা।

Comments :0

Login to leave a comment