civic volunteer attacked

বসিরহাটে মার সিভিক ভলান্টিয়ারকে, অভিযুক্ত প্রধানের স্বামী

জেলা

জমি সংক্রান্ত বিবাদের জেরে আক্রান্ত হলেন সিভিক ভলেন্টিয়ার। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই সিভিক ভলান্টিয়ারের নাম সুদীপ্ত মণ্ডল। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে এই ঘটনায়।

হাসনাবাদ থানার ভবানীপুরের চিমটা এলাকায় সুদীপ্ত মণ্ডল এবং তাঁর চার ভাইয়ের ৬ বিঘা জমি আছে। সেই জমি নিয়ে এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী আখের আলির সঙ্গে বহুদিন ধরেই সমস্যা চলছে। সুদীপ্ত মণ্ডল ও তাঁর পরিবার আদালতের রায় নিয়ে হাসনাবাদ থানা, এসপি, এসডিপিও, এসডিও-কে লিখিতভাবে বিস্তারিত জানান। আদালতের নির্দেশেই রবিবার সেই জমিতে সরষে কাটতে যাযন। অভিযোগ, সেই সময় আখের আলি ও তাঁর দলবল সুদীপ্ত মণ্ডল ও তার পরিবারের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে ।

সুদীপ্ত মণ্ডলকে আহত অবস্থায় প্রথমে টাকি গ্রামীণ হাসপাতাল এবং তারপর বসিরহাট মহকুমা হাসপাতাল এনে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। 

হাসনাবাদ থানায় অভিযোগ জানায় সুদীপ্ত মণ্ডল ও তার পরিবার। কিন্তু হাসনাবাদ থানার পুলিশ অসহযোগিতা করেছে বলে অভিযোগ তুলছে সুদীপ্ত মণ্ডলের পরিবার।

Comments :0

Login to leave a comment