কংগ্রেসের সিইও দপ্তর অভিযান ঘিরে উত্তেজনা। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে মঙ্গলবার সিইও দপ্তর অভিযানের ডাক দেয় প্রদেশ কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেসের মিছিল সিইও দপ্তরের সামনে গেলে তা ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয় উত্তেজনা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতৃত্বের দাবি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে ভাবে মানুষজনকে হেনস্থা করা হচ্ছে তা বন্ধ করতে হবে।
উল্লেখ্য কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জিকেও শুনানিতে ডেকেছে কমিশন। কংগ্রেসের বিক্ষোভ সামাল দিতে গেলে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। গ্রেপ্তার করা হয়েছে শুভঙ্কর সরকার, সন্তোষ পাঠক, আশুতোষ চ্যাটার্জি সহ একাধিক কংগ্রেস কর্মী সমর্থককে। পরিস্থিতি সামাল দিতে সিইও দপ্তরের সব গেট বন্ধ করে দেয় পুলিশ।
গতকাল দক্ষিণ ২৪ পরগনার উস্থিতেও বিডিও দপ্তরের সামনে এসআইআরের প্রতিবাদ জানানোর সময় পুলিশ আক্রমণ করে সিপিআই(এম) কর্মীদের। একাধিক আহত হয় পুলিশের লাঠির আঘাতে। গ্রেপ্তার একাধিক। বিভিন্ন ধারায় তাদের মামলা দেওয়া হয়েছে।
Congress
কংগ্রেসের সিইও দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার
×
Comments :0