গতবার নির্বাচনের ফল ঘোষনার পর ১২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে কেসি আরের দলে নাম লেখায়। সেই প্রসঙ্গ টেনে কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরি বলেছেন, ‘‘গত বছর আমাদের ১২ জন বিধায়ককে নিজেদের দিকে টেনে নিয়েছিল বিআরএস। এবার আর তা হবে না। এবার তাদের নিজদের ঘর ধরে রাখতে হবে।’’ কংগ্রেস নেত্রীর দাবি একাধিক বিআরএস কর্মী কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে।
ডিকে শিবকুমারও সংবাদমাধ্যমকে জানিয়েছন যে তারা আশাবাদী তেলেঙ্গানায় কংগ্রেস সরকার গঠন করবে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে যে গত বারের তুলনায় এবার দক্ষিণী এই রাজ্যে কংগ্রেসের ভোট শতাংশ বাড়তে পারে। ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় গত বছর ৮৮টি আসনে জয়ী হয় বিআরএস। কংগ্রেস জেতে ১৯টি আসন।
Comments :0