LANDLESS FARMER CONVENTION

ভূমিহীন কৃষক কনভেনশন বিহারে

জাতীয়

CPIM BIHAR BENGALI NEWS

বিহারের  সমস্তিপুর জেলার বিভূতিপুরে জমিহীন কৃষকদের কনভেনশনের আয়োজন করল সিপিআই(এম)। এই কনভেনশনের নাম দেওয়া হয় ভূমি অধিকার কনভেনশন। কনভেনশন থেকে ভূমিহীন কৃষকদের আবেদনপত্রও গ্রহণ করা হয়। 

সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)’র বিহার রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা বিভূতিপুরের বিধায়ক অজয় কুমার। তিনি বলেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরালায় বামফ্রন্ট সরকার ভূমিহীন কৃষকদের হাতে ১৮ লক্ষ একর জমি তুলে দিয়েছে। এরজন্য আলাদা আইন পাশ হয়। তারফলে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় সরকার বদল হলেও এখনও কৃষকরা সেই জমির মালিক। কিন্তু বিহারে ভূমি সংষ্কার হয় নি। তারফলে রাজ্যের অবস্থা শোচনীয়। এখনও গ্রামের পর গ্রামে এমন মানুষ রয়েছেন, যাঁদের কাছে এক চিলতে ঘর বানানোর জমিও নেই। তাঁরা কোনওক্রমে রাস্তার ধারে, কিংবা নদী কিংবা পুকুরের বাঁধে অস্থায়ী ঝুপড়ি বানিয়ে বসবাস করছেন। সেই সমস্ত মানুষের হাতে জমির দলিল একমাত্র সিপিআই(এম)-ই তুলে দিতে পারে। 

Comments :0

Login to leave a comment