Gaza Ceasefire

গাজা শাসনের প্রক্রিয়া ঠিক করতে কায়রোয় শুরু হচ্ছে আলোচনা

আন্তর্জাতিক

গাজার অর্ধেকের বেশি এলাকা এখন ইজরায়েলের সেনার দখলে। এর মধ্যেই গাজায় সংঘর্ষবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় জন্য আলোচনা শুরু হচ্ছে মিশরের কায়রোয়। গাজা থেকে ইজরায়েলের সেনা প্রত্যাহার এবং হামাসের মতো গাজার বিভিন্ন সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠীর অস্ত্র ছেড়ে দেওয়া এই পর্বে আলোচনা হবে। গাজায় শাসনের জন্য কমিটি গঠন নিয়েও হবে আলোচনা।
এই পর্বে আলোচনার কেন্দ্রে রয়েছে গাজার শাসনভার তুলে দেওয়ার কমিটি গঠন। সংঘর্ষবিরতি চুক্তি অনুযায়ী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ১৫ জন প্রযুক্তি বিশেষজ্ঞকে নিয়ে গড়া হবে এই কমিটি। 
মধ্য প্রাচ্যের সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে যে গাজার প্রতিরোধী গোষ্ঠী হামাস এই প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে। হামাসের প্রতিনিধিরাও রয়েছেন কায়রোয়। অন্যতম নেতা বাসিম নঈম সংবাদমাধ্যমে বলেছেন যে ফের সশস্ত্র এবং রক্তক্ষয়ী সংঘাতের পবে ফিরে না যাওয়ার পথ দিতে পারে এই পুনর্গঠন প্রক্রিয়া। মানবসম্পদ যেভাবে ধ্বংস হয়েছে গাজায়, সেখানে সুসংহত পুনর্গঠন প্রক্রিয়া জরুরি। 
গাজায় সংঘর্ষবিরতি চুক্তি হয় ইজরায়েল এবং হামাসের মধ্যে। আমেরিকার মধ্যস্থতাতেই হয় চুক্তি। ট্রাম্প সরাসরি গাজা দখলের লক্ষ্যও জানিয়েছেন। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় সঙ্গী ইজরায়েল সমানে ভেঙেছে সংঘর্ষবিরতির শর্ত।  
গত বছরের ১০ অক্টোবর সংঘর্ষবিরতি চুক্তির ঘোষণা হয়। জানুয়ারির ৯ তারিখের মধ্যেই ১,১৯৩ বার চুক্তি ভেঙেছে ইজরায়েল।
এদিকে গাজার মানুষের হাল ফেরেনি। গত নভেম্বর থেকে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে ঠাণ্ডায় জমে মৃত্যু হয়েছে চার শিশুর। 
কায়রোয় আলোচনা থেকে রাফা সীমান্ত দিয়ে পণ্য চলাচল স্বাভাবিক করার ওপর জোর দিতে চাইছেন গাজার বিভিন্ন অংশের প্রতিনিধিরা।

Comments :0

Login to leave a comment