India vs England Test Series

সিরিজ জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড

খেলা

রবিবার ওভাল স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষে টেস্ট ম্যাচ জয় এবং সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ড। তাদের জয়ের জন্য বাকি আর মাত্র ৩৫রান। ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৩৯৬। এই ম্যাচই শেষ সুযোগ ছিল সিরিজে ভারতের সমতা ফেরানোর ক্ষেত্রে। তবে হতাশ করলেন বোলরাররা। বুমরার অনুপস্থতিতে সিরাজ , আকাশদীপ , কৃষ্ণরা চেষ্টা করলেও তা ব্যর্থ করে দিলেন মূলত জো রুট। শতরান ( ১০৫ ) করে টেস্টে নিজের ৩৯তম শতরান করে ফেললেন রুট। টেস্টে সর্বোচ্চ শতরানের তালিকায় তিনি চলে এলেন চতুর্থ স্থানে। ভাঙলেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ৩৮টি টেস্ট শতরানের রেকর্ডও।

অন্যদিকে ভারতের দিক থেকেও এক রেকর্ড গড়লেন সিরাজ। ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি এখন সিরাজ। এই সিরিজে আপাতত মোট ২০টি উইকেট নিয়েছেন সিরাজ। ২০১৪সালে ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে নিয়েছিলেন মোট ১৯টি উইকেট। সিরাজ ছাড়াও এই ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণ নিয়েছেন ৩টি উইকেট। বেন ডাকেট ও জো রুটের উইকেট নিয়েছেন কৃষ্ণ। ৬উইকেট হারিয়ে বর্তমানে ইংল্যান্ডের স্কোর ৩৩৯। সোমবার শেষ দিনে মাত্র ৩৫ রান করলেই সিরিজে ৩-১ ফলাফলে জিতে সিরিজ জয় করবে ইংল্যান্ড। সিরাজদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব উইকেট তুলে নিয়ে রুটদের চাপে ফেলা। লন্ডনে বৃষ্টির কারণেই স্থগিত হয়েছে রবিবারের ম্যাচ ।

Comments :0

Login to leave a comment