ভোটদানের জন্য নির্দিষ্ট কালির বদলে ব্যবহার হয়েছে মার্কার। ভোটার তালিকা থেকে নাম বাদ ঘিরে রয়েছে অসন্তোষ। গুরুতর অভিযোগ রয়েছে টাকা ছড়ানোরও। অভিযোগে বিদ্ধ বৃহণ্মমুম্বাই কর্পোরেশনের সেই নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) জোট।
অবিভক্ত শিবসেনার আধিপত্য ছিল এই পৌর নিগমে। এবারই প্রথম সবচেয়ে বড় দল হয়েছে বিজেপি।
বৃহণ্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)) নির্বাচনের ফলপ্রকাশ হয় শুক্রবার। সকাল ১০টাই ভোট গণনা শুরু হয়। গোটা নির্বাচনজুড়ে বিজেপি জোট ও উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা'র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে।
মহারাষ্ট্রের সরকারে আসীন বিজেপি তাদের জোট ‘মহায়ুতি’ এক রেখেই লড়েছে এই নির্বাচনে। তবে বিরোধী শিবসেনা (উদ্ধব থ্যাকারে) এবং কংগ্রেস লড়েছে আলাদা হয়ে। উদ্ধব থ্যাকারে জোট করেছিলেন রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে।
দেশের মধ্যে এই কর্পোরেশনেরই বাজেট সবচেয়ে বেশি। দেশের নজরও ছিল এই পৌর নির্বাচনে।
২০১৭ সালে পৌরভোটের পর ২০২৬ সালের ১৫ জানুয়ারি বিএমসি'র এই নির্বাচন হয়। মহামারী, ওবিসি সংরক্ষণ ও সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতাকে কারণ হিসেবে দেখানোয় এই নির্বাচন অনেকটাই বিলম্বিত হয়েছে।
বিএমসি'র ২২৭টি ওয়ার্ডে নির্বাচন হয়। তার মধ্যে বিজেপি'র মহাযুতি জোট ১১৬ টি আসনে জয় লাভ করেছে। পাশাপাশি, উদ্ভব ঠাকরের-শিবসেনা'ও ৮৫ টি ওয়ার্ডে তাদের দখল বজায় রেখেছে।
ফলপ্রকাশের পর নির্বাচন প্রক্রিয়ার কারচুপির অভিযোগ তোলেন বৃহণ্মুম্বাইয়ের কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন বসন্তরাও সপকাল। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি স্বচ্ছ হত এবং অর্থশক্তি যদি ব্যবহার না হতো তদলে এই নির্বাচনে কংগ্রেস ভালো ফল করতো। এলাকায় এলাকায় আমাদের কর্মীরা যথেষ্ট কঠোর পরিশ্রম করেছেন। আমাদের পার্টির জন্য আদর্শই শেষ কথা।' নির্বাচন প্রক্রিয়ায় কারচুর অভিযোগ ও তোলেন তিনি। তাঁর দাবি মোট পাঁচটি শহরে মেয়র হবে কংগ্রেসের। আরও পাঁচটিতে পৌর বোর্ডে থাকবে কংগ্রেস।
তবে রাত পর্যন্ত বিজেপি’র দাবি ২৯টি কর্পোরেশনের মধ্যে ২৫টিতে বোর্ড গড়বে। এদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী সাংবাদিক শ্রীকান্ত পাঙ্গারকর সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত। উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে সরব কন্ঠস্বর ছিলেন গৌরী লঙ্কেশ। ২০১৭ সালে বেঙ্গালুরুতে তাঁর বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছিল। উগ্র হিন্দুত্ববাদী যোগ মিললেও অভিযুক্তদের বিচার এবং তদন্ত বারবার থমকে গিয়েছে। তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
BMC Election
কারচুপির অভিযোগ, বৃহণ্মুম্বাইয়ে বিজেপি জোট, এগিয়ে মহারাষ্ট্রের পৌরভোটেও
×
Comments :0