CPI(M) Rally Sandeshkhali

কাজের দাবিতে পদযাত্রা সন্দেশখালিতে

রাজ্য

শুক্রবার সন্দেশখালি-১ ব্লক এর কালিনগর অঞ্চল থেকে শুরু হলো জাঠা মিছিল। যোগ দেন বহু মানুষ। ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ও কৃষক সভার জেলা কমিটির সদস্য  রনজিৎ নাথ ও ভক্ত মাহাতো এবং জেলা সম্পাদকমন্ডলীর সদস‍্য সফিউল হাসান মন্ডল ও খেতমজুর নেতৃত্ব অনুপ দাস, মহিলা নেত্রী সুনিতা দাস ও যুব নেতা হাপিজুল মন্ডল ও রবীন সরদার। 
কালিনগরের পর এদিন সেহারা গ্রামে 'গ্রাম জাগাও চোর তাড়াও' দাবিতে পদযাত্রা শুরু হয় বুথে বুথে। আমফান ইয়াসে বিধ্বস্ত লোনা মাটির দেশে বঞ্চনা পদে পদে। ক্ষতিপূরণ মেলেনি। মিছিল থেকে আওয়াজ ওঠে চাই ক্ষতিপূরণ। দাবি উঠেছে, ফসলের লাভজনক দাম চাই। জিনিসের দাম আকাশ ছোঁয়া। দৈনিক ৬০০ টাকা মজুরি চাই। ১০০দিন নয় বছরে ২০০ দিন কাজ চাই। বঞ্চিত, নিপীড়িত গ্রামীণ শ্রমজীবী, গরীব কৃষক, খেতমজুররা এদিনের পদযাত্রায় অংশ নেন। মিছিলে আওয়াজ তোলেন ১০০ দিনের কাজ করেছি মজুরি দাও। ভাঙা ঘরে আর কতকাল। পাকা ছাদওয়ালা বাড়ি দাও। ঘরবাড়ি ছেড়ে ভিনরাজ্যে যেতে চাই না। আমাদের এখানেই কাজ দাও। লক্ষ্মীর ভান্ডার চাই না। ঘরের ছেলেমেয়েরা পাশ করে বসে আছে। ওদের চাকরি দাও। সরব দাবি তুলে পদযাত্রা এগিয়ে চলে সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে।

Comments :0

Login to leave a comment