DYFI Press Conference

মানুষের ঘামের টাকায় ব্রিগেডেই সমাবেশ হবে : মীনাক্ষী

রাজ্য

সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই নেতৃত্ব। ছবি বিধান ভট্টাচার্য্য

রবিবার ব্রিগেডেই হবে সমাবেশ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট জানিয়ে দিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, ‘‘ভূল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডার লড়াই। আগামী ৭ জানুয়ারি বেলা ১২:৩০টায় সমাবেশের কাজ শুরু হবে। রাজ্যে গনতন্ত্র প্রিয়, স্বাধীনচেতা সব মানুষের কাছে আমাদের আবেদন থাকবে এই সমাবেশে আসার জন্য।’’ 

তিনি আরও জানিয়েছেন যে, ‘‘মানুষের ঘামের টাকায় এই সমাবেশ হচ্ছে। এই সমাবেশের খরচ মানুষ দিচ্ছে। তাই এর প্রতি পয়সার হিসাব সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হবে।’’ ইনসাফ যাত্রার আগে রাজ্যে প্রায় একলক্ষ টাকা রাখার ঘট বিলি করেছিল ডিওয়াইএফআই। সেই তালিকা অনুযায়ী কে কতো টাকা দিয়েছে তা জানানো হবে বলে যুব নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। মীনাক্ষী বলেন, ‘‘অন্যের ওপর নির্ভরশীল মানুষ যাদের আমাদের সমাজ ভিখারি বলে তারা আমাদের এক দুই টাকা দিয়েছে ইনসাফ যাত্রার সময়। সেই টাকা আমাদের কাছে সাহস জোগায় লড়াইয়ের। একজ বাস কন্ডাক্টর টিকিট কাটতে কাটতে কৌটোয় যাত্রীদের থেকে এক দুই টাকা নিয়েছে ব্রিগেডের জন্য। তাদের কষ্টের টাকার হিসাব আমরা দেবো। গোটা রাজ্য, দেশ জুড়ে দুর্নীতি। আমাদের রাজনৈতিক স্বচ্ছতা প্রকাশ করা আমাদের কর্তব্য।’’  

রবিবার ব্রিগেডের উদ্দেশ্যে কলকাতা থেকে সাতটি মিছিল হবে। ডিওয়াইএফআই নেতৃত্ব জানিয়েছে যে, খিদিরপুর মাজার, হাজরা মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো স্টেশন, হাওড়া এবং শিয়ালদহ থেকে মিছিল আসবে। যুব নেতৃত্বের কথায় হাওড়া এবং শিয়ালদহ থেকে জেলা গুলো একসাথে মিছিল করে আসবে।

 

গত ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয় ইনসাফ যাত্রা ২৯১০ কিলোমিটার পায়ে হেঁটে কলকাতায় পৌঁছায় এই পদযাত্রা। সেই পদযাত্রায় পা মেলান সমাজের সব অংশের মানুষ। 

এদিন সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক বলেন, ‘‘প্রকল্প কর্মী, ডাক্তার, আইনজীবী, চাকরি প্রার্থী, অবসর প্রাপ্ত ব্যাক্তি সবার কাছে আবেদন করবো ব্রিগেড সমাবেশে আসার জন্য। আমরা যেমন কাজ শিল্পের দাবি তুলে পথে নেমেছি তেমন ভাবেই অস্থায়ী কর্মীদের চাকরির নিরাপত্তা, বয়স্ক মানুষদের জন্য সামাজিক সুরক্ষা কথাও উঠে এসেছে ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে।’’ চাকরির দাবিতে টানা অবস্থান চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে তাদেরও সমাবেশে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে।

যুব নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরাও আসবেন ব্রিগেডে। মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘ইতিমধ্যে বহু পরিযায়ী শ্রমিক ট্রেনের টিকিট কেটে রেখেছে ব্রিগেডে আসবে বলে। কেরালায় এরাজ্য থেকে কাজ করতে যাওয়া লোকেরা টাকা জোগাড় করে জায়েন্ট স্ক্রিন লাগাচ্ছে সমাবেশের কথা শোনার জন্য। বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা টাকা পাঠাচ্ছেন সমাবেশের জন্য।’’

রবিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে তৃণমূল ছেড়ে ডিওয়াইএফআইয়ে যোগ দেন ২০ জন। সেই প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কোন রাজনৈতিক আদর্শের ভিত্তিতে কে কোন দলে গিয়েছিল তা আমরা বলতে পারবো না। তবে এটা বলতে পারি কাজের দাবিতে যেই লড়াই তাতে মানুষ তার বন্ধুকে চিনি নিচ্ছেন তাই তারা আসছেন। ৫০ দিনের ইনসাফ যাত্রায় এই ধরনের ঘটনা অনেক হয়েছে।’’

তবে রবিবারের সমাবেশে পরিবেশের কথা মাথায় রেখে যে যাবতীয় কাজ করা হবে তা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে ডিওয়াইএফআই।   

Comments :0

Login to leave a comment