মঙ্গলবার যুবভারতীতে পাঞ্জাবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল । গত ম্যাচে ভালো খেলেও ওড়িশার বিরুদ্ধে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে । বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে লাল হলুদ । গত ম্যাচে জিকসন লাল কার্ড দেখায় মঙ্গলবার ম্যাচে নেই তিনি । গোদের উপর বিষফোঁড়া হয়েছে মাদি তালালের চোট । ওড়িশার আহমেদ জাহুর ট্যাকেলে গুরুতর চোটের কবলে পড়েছেন মাদি তালাল । সাড়তে সময় লাগবে এখনো বেশ কিছু দিন । তাই দল নামাতেই হিমশিম খাচ্ছেন অস্কার । এরূপ পরিস্থিতিতে একটি জয়ই বদলে দিতে পারে গোটা চিত্রটা । মঙ্গলবার তাই সেই চেষ্টায় আনোয়ারকে নতুন জায়গায় খেলানোর ভাবনা রয়েছে অস্কারের । ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে দেখা মিলতে পারে আনোয়ারের । রক্ষণে হেক্টর ,হিজাজী জুটি ফিরছে , মিডফিল্ডে সৌভিক ও দুই স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন ডিয়ামেনটেকোস ও ক্লেটন সিলভা । পাঞ্জাবও মুখিয়ে থাকবে দুর্বল ইস্টবেঙ্গলকে হারিয়ে ৩ পয়েন্ট তোলার লক্ষ্যে । লুকা মাজেন , এজেকুয়ে ভিদালদের সমন্বয়ে গঠিত পাঞ্জাব দল যথেষ্ট শক্তিশালী । রাকিপের জায়গাটিই টার্গেট করে আক্রমণ শানাতে পারে ভিদাল । তাই সেই দিকটি যথেষ্ট নজরে রাখতে হবে অস্কারকে । জিতলে ১১ ম্যাচে ২১ পয়েন্ট হবে পাঞ্জাবের । লাল হলুদ জয় পেলে তাদের পয়েন্ট হবে ১১ ম্যাচে ১০ ।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ ( ৪-৪-২) গিল , হিজাজি , হেক্টর , চুংনুংগা , রাকিপ , সৌভিক , আনোয়ার , মহেশ , নন্দা , ড্যাভিড ও ক্লেটন সিলভা ।
Comments :0