Hemant Soren

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি

জাতীয়

জমি কেলেঙ্কারি কান্ডে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ শুরু করলো ইডি। শনিবার বেলা ১টার সময় রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার একটি দল। 

কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে রাঁচিতে। গোটা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোন রকম কোন উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ঝাড়খন্ড মুক্তি মর্চার বহু কর্মী সমর্থক জড়ো হয়েছেন বলে জানা যাচ্ছে।

 

চলতি মাসের প্রথম হেমন্ত সোরেন ইডিকে চিঠি লিখে জানান যে ২০ জানুয়ারি জমি কেলেঙ্কারি বিষয় তার বক্তব্য কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে জানাবেন। তার সেই চিঠি অনুযায়ী এদিন তার বাসভবনে হাজির হয়েছে ইডি। এই বিষয় ইডির পক্ষ থেকে আটটি সমন পাঠানো হয় সোরেনকে। শেষ সমনে তাকে বলা হয় ১৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় এজেন্সির কাছে হাজিরা দেওয়ার জন্য। 

গত বছর আগস্ট মাসে সোরেনকে প্রথম বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলে স্বাধীনতা দিবসের প্রস্তুতির অজুহাত দেখিয়ে তিনি তা এড়িয়ে যান। তারপর থেকে লাগাতার এড়িয়ে গিয়েছেন হাজিরা। 

Comments :0

Login to leave a comment