Maharashtra

বিজেপিকে আটকাতে রাজের সাথে হাত মেলালেন একনাথ

জাতীয়

বিধানসভা নির্বাচনের পর দল ভাঙানো সরকার গঠন নিয়ে পর্যায় পর্যায় নাটকের সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। এবার পৌরসভার বোর্ড গঠন নিয়েও নতুন চমক দেখলো মহারাষ্ট্র। কল্যাণ এবং দমবিলভি পৌরসভায় বিজেপিকে মেয়র পদ থেকে আটকাতে হাত মিলিয়ে একনাথ শিন্ডের শিব সেনা এবং রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মান সেনা। 
১২২ আসনের কল্যাণ এবং দমবিলভি পৌরসভায় বিজেপি পেয়েছে ৫০টি আসন, একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ৫৩টি আসন, মহারাষ্ট্র নবনির্মান সেনা পেয়েছে ছয়টি আসন, উদ্ধব থ্যাকারের শিবসেনার দখলে ১১টি আসন।
রাজ্যে বিজেপি এবং একনাথ একসাথে জোট করে সরকার চালালেও এই পৌরসভায় মেয়র পদ নিয়ে দুই শরিকের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ থ্যাকারেকে সাথে নিয়ে মেয়র পদ দখলে মরিয়া একনাথ।
উল্লেখ্য শিবসেনা এবং এনসিপি ভাঙিয়ে গায়ের জোড়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। বিধানসভা নির্বাচনেও একসাথে লড়াই করেছিল তারা। কিন্তু নির্বাচনের পর দেখা যায় একনাথকে মুখ্যমন্ত্রী পদ থেকে সড়িয়ে দিয়ে দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করা হয়। উপ-মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় সেই সময় আসন বেশি থাকায় বিজেপি মুখ্যমন্ত্রী পদ নিজেদের কাছে রেখেছিল। এবার তার বদলা নিচ্ছে শিন্ডে।

Comments :0

Login to leave a comment