ফুটবল পায়ে দৌড়তে অনেক বড় বড় খেলোয়ারকে তো দেখা গেছে, কিন্তু হাতির ফুটবল খেলার দেখার সুযোগ হয়তো হয়নি অনেকের। বৃহস্পতিবার এমনই একটি মজার দৃশ্য ভাইরাল হয়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে ফুটবল পায়ে এগিয়ে আসছে একটি হাতি৷ এদিন এমনই দৃশ্য ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর সদর ব্লক, চাঁদড়া গ্রামপঞ্চায়েত এলাকার ঢাঁডরাশোল ঢাঁডরা শোল এলাকায়। মানুষ সচোক্ষে দেখলেন হাতির ফুটবল খেলা। সার্কাস নয়, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো বুনো হাতি খেললো ফুটবল। বৃহস্পতিবার এই ছবি নিজেদের মুঠোফোনে বন্দী করলেন প্রত্যখ্যদর্শী বহু মানুষ। নিমেষেই সেই ছবি ভাইরাল হয়ে গেল।
ভিডিওতে দেখা গেছে বুনো হাতি লোকালয়ে খেলার মাঠ দখল করে বল খেলছে। খুশি মনে বল নিয়ে খেলছে। কখনও পা দিয়ে ও কখন আবার শুঁড় দিয়ে বলটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আবার শট মারছে। এর আগে কর্নাটকের কোডাগু জেলায় দশেরা উৎসবে একটি হাতিকে ফুটবল নিয়ে খেলা দেখাতে দেখা গেছে। তাও সেই হাতি ছিল প্রশিক্ষণপ্রাপ্ত। তবুও সেই ফুটবল খেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনের আনন্দে ফুটবল খেলছে জঙ্গলের বুনো হাতি। এমন ফুটবল খেলার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক। হাতির স্কোয়ার পাস, থ্রু পাস এবং ব্যাক পাস দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ। তাদের সামনেই বল নিয়ে কারিকুরি দেখাতে থাকে বুনো হাতি। এদিন জঙ্গল থেকে বেড়িয়ে এসে যে হাতিকে ফুটবল খেলতে দেখলেন পশ্চিম মেদিনীপুরের মানুষ সেই ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে গেছে।
Comments :0