JOB BIHAR

২ লক্ষের বেশি শিক্ষক নিয়োগ বিহারে, কাজের রাজনীতিতে চ্যালেঞ্জ মোদীকে

জাতীয়

পাটনায় গান্ধী ময়দানে নিয়োগপত্র দেওয়ার সেই অনুষ্ঠান। রয়েছেন নীতীশ কুমার, তেজস্বী যাদবও।

একদিনে প্রায় এক লক্ষ নিয়োগপত্র দিয়ে জাতীয় স্তরে আলোচনায় উঠে এল নীতীশ কুমার সরকার। বিহারে একদিনে মোট ৯৬ হাজার ৮২৩ জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সামনের দেড় বছরে আরও ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

নীতীশের ঘোষণা, সামনের দেড় বছরে দেওয়া হবে ১০ লক্ষ সরকারি চাকরি। আরও ১০ লক্ষ কাজের সুযোগ তৈরি করবে রাজ্যের মহাজোট সরকার। শিক্ষকের চাকরিই ২ লক্ষ ছাড়িয়েছে। তিনি জানিয়েছেন ২ লক্ষাধিক নবনিযুক্ত শিক্ষকের ১৫ শতাংশ বাইরের রাজ্য থেকে আসা প্রত্যাশীদের। তার মধ্যে রয়েছেন বাংলার যুবরাও।

বিহারে মহাজোট সরকার চলতি পর্বে আসীন হয়েছে ২০২২’র আগস্ট থেকে। শরিক রাষ্ট্রীয় জনতা, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। সিপিআই(এম), সিপিআই এবং সিপিআই(এমএল) লিবারেশন বাইরে থেকে মহাজোট সরকারকে সমর্থন দিয়েছে। 

শুক্রবারই কলকাতায় রেলের চাকরির জন্য বিক্ষোভ দেখিয়েছেন নিয়োগপ্রার্থীরা। ২০১৯’র লোকসভা নির্বাচনের আগে কেবল রেলেই লক্ষাধিক চাকরির বিজ্ঞাপন বেরিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারেও ছিল সেই বিজ্ঞাপন। পাঁচ বছর পরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, বলেছেন ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। আর রবিবার কলকাতায় ২০১৪’র টেট পরীক্ষায় পাস করেও চাকরি না পাওয়া যুবদের অবস্থান পা দিয়েছে ৫০০ দিনে। যে কারণে শনিবার পাটনায় গান্ধী ময়দানের সরকারি অনুষ্ঠান দেশেও গুরুত্ব পেয়েছে বলে মত পর্যবেক্ষকদের।   

শনিবার গান্ধী ময়দানে অনুষ্ঠানে নীতীশের সঙ্গে ছিলেন আরজেডি নেতা এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। তেজস্বী রবিবার বলেছেন, ‘‘মাত্র ৭০ দিনে মোট ২ লক্ষ ১৭ হাজার যুব সরকারি চাকরি পেয়েছেন কেবল শিক্ষক পদেই। দেশের অন্যত্র এই উদাহরণ নেই। পুরো প্রক্রিয়া চলেছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে।’’ 

নীতীশ কুমার বলেছেন, ‘‘মহাজোট সরকার মোট ৩ লক্ষ ৬৩ হাজার সরকারি চাকরি দিতে পেরেছে। শিক্ষক ছাড়াও অন্যান্য বিভাগে নিয়োগ হয়েছে। ১০ লক্ষ সরকারি চাকরির লক্ষ নেওয়া হয়েছিল। দেড় বছরে তা পূরণ করা যাবে।’’

বিহারের মুখ্যমন্ত্রী এর বাইরেও নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, ‘‘চুক্তিতে নিযুক্ত শিক্ষকদের মধ্যে ৩ লক্ষ ৬৮ হাজারকে স্থায়ী নিযুক্তি দেওয়া হবে। তিন ধাপে পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আরও ১০ লক্ষ কাজের সুযোগ তৈরি করা হবে সরকারি উদ্যোগে।’’ 

নীতীশের বক্তব্যের সূত্র ধরেই কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছেন তেজস্বী। তাঁর মন্তব্য, ‘‘বছরে ২ কোটি কাজের প্রতিশ্রুতি দিয়ে দেশের সরকারে আসীন হয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি এখন কোথায়? আমরা নীতীশ কুমারের নেতৃত্বে প্রতিশ্রুতি পূরণ করছি।’’ 

Comments :0

Login to leave a comment