ADHIR MAMATA 'INDIA'

কার ভয়ে, কাকে খুশি করতে? ‘ইন্ডিয়া’ প্রসঙ্গে অধীরের প্রশ্ন মমতাকে

রাজ্য

ছবি সংগ্রহ থেকে।

কার ভয়ে, কাকে খুশি করতে ‘ইন্ডিয়া’ থেকে সরে গেলেন মমতা ব্যানার্জি? সোমবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরের সাংসদ এবং কংগ্রেস প্রার্থী এদিন প্রতিক্রিয়া জানান তৃণমূল নেত্রীর বক্তব্যের। 
রবিবার নদীয়ায় প্রচারে এসে মমতা বলেছিলেন, ‘‘অল ইন্ডিয়ায় ‘ইন্ডিয়া’  অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া। ভোটের পর আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। এখানে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।’’
এদিন অধীর বলেছেন, ‘‘আপনি নিজে বলছেন আপনি নিজে ‘ইন্ডিয়া’ জোট করেছিলেন, কেন আপনি ‘ইন্ডিয়া’ জোট ভাঙলেন, কাকে খুশি করতে কার হাত থেকে বাঁচতে, আমার প্রশ্ন আপনার কাছে থাকল।’’
ভয় প্রসঙ্গে জেলবন্দি ‘ইন্ডিয়া’ শিবিরের দুই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের উদাহারণ টানেন অধীর। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী এবং ‘আপ’ নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও ইডি গ্রেপ্তার করে। প্রতিবাদে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল জনসভা করেছে বিরোধী দলগুলির মঞ্চ ‘ইন্ডিয়া’। 
মমতার উদ্দেশ্যে অধীর বলেছেন, ‘‘অবরিন্দ কেজরিওয়াল ‘ইন্ডিয়া’ জোট ভাঙেননি। হেমন্ত সোরেনও ‘ইন্ডিয়া’ জোট ভাঙেননি। তাই তাঁদের জেলে যেতে হয়েছে। আর আপনি খোকাবাবুকে বাঁচাতে, ইডি সিবিআই’র হাত থেকে যাতে খোকাবাবু রক্ষা পায়, তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদীর দালালি করেছেন।’’
উল্লেখ্য, তৃণমূল সাংসদ এবং মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জিকে যুক্ত করা রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। দীর্ঘদিন কেটে গেলেও অভিষেকের সংস্থার অন্যতম ডিরেক্টর সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করে আদালতে রিপোর্ট পাঠায়নি কেন্দ্রের পরিচালনায় থাকা পরীক্ষাগার।   
অধীর সরাসরি বলেছেন, ‘‘বেইমানি করেছেন মমতা। সব জেনে ‘ইন্ডিয়া’ জোটে গিয়েছিলেন কেন আপনি? ‘ইন্ডিয়া’ জোটের নামকরণে এতো উৎসাহ দেখিয়েছিলেন কেন?  রাহুল গান্ধীকে নেতা বলতে গিয়েছিলেন কেন? তারপর বেড়িয়ে আসার কারণটা কী? মানুষ এগুলো সব জানেন। ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন।’’
এর আগে সাগরদিঘির উপনির্বাচনের পরও মমতা ‘একা লড়ার’ ঘোষণা করেছিলেন। ‘ইন্ডিয়া’-র অন্য দলগুলি আরএসএস’র বিভাজনের মতাদর্শের নিন্দা করলেও মমতা নিশ্চুপ থেকেছেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে কলকাতার রাজভবনে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। তবে কী নিয়ে আলোচনা, খোলসা করেননি।

Comments :0

Login to leave a comment