icc champions trophy

চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি সেমিফাইনাল যেন বিশ্বকাপের প্রতিবিম্ব

খেলা

icc champions trophy semifinals

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ র দুটি সেমিফাইনালে যেন বছর দশেক আগের চিত্রেরই দেখা মিলছে । ২০১৫ বিশ্বকাপের দুটি সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা । সেই দুটি ম্যাচে জয় পেয়ে ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড । চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। তবে ২০১৫ র সেমিফাইনাল ও ২০২৩ এর ফাইনালের মতো ভুল আর করতে চাননা রোহিত বিরাটরা। অনেক সেরা খেলোয়াড়রা না থাকলেও নিজস্ব ছন্দেই খেলে যাচ্ছেন আডাম জাম্পা , প্যাট কাম্মিন্সরা। শামি , বরুণ , কুলদীপদের বাড়তি নজর দিতে ট্রাভিস হেডের দিকে । ২০২৩ বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের প্রায় ১ লাখ দর্শকসহ প্রায় ১৫০কোটি ভারতবাসীকে সেদিন নিস্তব্ধ করে দিয়েছিল মূলত এই হেড। অন্য সেমিতে দুরন্ত দক্ষিণ আফিকার সামনে নিউজিল্যান্ড । এইডেন মার্করামের দল ইংল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছে বৃষ্টির কারণে অজিদের সঙ্গে তাদের ম্যাচ হয়নি। ভ্যান ডার ডুসেন , হেনরিক ক্লাসেনরা দুরন্ত ফর্মে রয়েছেন। রাবাডা , ইয়ানসেন , মহারাজদের বোলিং দাপট যে কোনো দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপেও ধশ নামিয়ে আনতে পারে। তাই এই দুই সেমিফাইনাল ম্যাচেই থাকবে টান টান উত্তেজনার পারদ। আগামী মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া এবং বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ।

Comments :0

Login to leave a comment