under 19 womens t20 asia cup

অনুর্ধ ১৯ বাংলাদেশকে হারালো ভারত

খেলা

india beat bangladesh in under 19 t twenty asia cup ছবি প্রতীকী।

 

কুয়ালালামপুরে উইমেন্স টি টোয়েন্টি এশিয়া কাপে জয় পেলো ভারতের অনুর্ধ ১৯ দল । বাংলাদেশকে ৮ উইকেটে পরাস্ত করল ভারত । টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিকি প্রসাদ । বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করে  ৮ উইকেট খুইয়ে ৮০ রানে । ভারতের হয়ে আয়ুষী শুক্লা নেন ৩ টি উইকেট । ফাহদামিয়া ছোঁয়া ( ১৪ বলে ১০ রান ) , মোসাম্মাৎ ইভা ( ১৯ বলে ১৪ রান ) ও আফিয়া আসিমাকে ( ১ বলে ০ রান ) আউট করেন আয়ুষী । ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৭ বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত । ভারতের হয়ে ওপেনার গঙ্গারি তৃষা ৪৬ বলে সর্বাধিক ৫৮ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন । বাংলাদেশের আক্তার শোভার বলে আউট হন কমলিনী ( ৪ বলে ০ রান ) ও সনিকা চালকে ( ৯ বলে ১ রান ) । এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো ভারত । সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ।

 

Comments :0

Login to leave a comment