womens hockey asian chmapions trophy final

হকিতে ভারত চীন জমজমাট ফাইনাল

খেলা

india-will-face-china-to-their-final-match-of-womens-hockey-champions-trophy-final ছবি প্রতীকি

 

রাজগীরে হকি উইমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে চীন । ভারতীয় সময় বিকেল ৪: ৪৫ মিনিটে শুরু হবে খেলা । গত ম্যাচে জাপানকে ২ -০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত । চীনও জয় পেয়েছিল মালয়েশিয়ার বিরুদ্ধে ৩ -১ ফলাফলে । উইমেন্স হকিতে মোট ৪৬ বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ভারত ও চীনের । যার মধ্যে ২৯ বার জিতেছে চীন এবং ভারত জিতেছে ১২ বার । রেকর্ডসের বিচারে চীনের পাল এবারই থাকলেও বর্তমান ফর্মের বিচারে এগিয়ে রয়েছে নবনীত কৌররাই  । এই প্রতিযোগিতাতেই ৩ -০ গোলে চীনকে হারিয়েছিল সালিমা তেতের দল । ভারত ২০১৬ ও ২০২৩ সালে এই ট্রফি জিতলেও চীন কখনো এই ট্রফি জয়ের স্বাদ পায়নি । তাই বুধবার ওউ জিকা , ড্যান ওয়েনদের দল মরিয়া হয়ে মাঠে নামবে ট্রফি জয়ের উদ্দেশ্যে । ২০২৩ সালের নভেম্বরে আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে লাখখানেক দর্শকের সামনে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে গিয়েছিল প্যাট কাম্মিন্সদের অস্ট্রেলিয়া । বুধবার সেই ঘটনার পুনরাবৃত্তি চাননা ভারতীয় মহিলা হকি দলের কোচ হরেন্দ্র সিং ।  

Comments :0

Login to leave a comment