শুক্রবার আইএসএলে গোয়ার ফতরদা নেহেরু স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে মোহনবাগান । গত মরশুমে এই ম্যাচে এই স্টেডিয়ামেই পেট্রেটসের করা গুরুত্বপূর্ণ গোলের জয়েই খুলে গিয়েছিলো শিল্ড জেতার রাস্তা । শুক্রবারও ফের একবার সেই চেষ্টায় সচেষ্ট হতে চায় পেট্রেটসসহ গোটা সবুজ মেরুন দল । মাঠে খেলোয়াড়রা ছাড়াও মাঠের বাইরে ডাগআউটে মস্তিষ্কের লড়াই চলবে দুই দলের কোচের । ভারতীয় তথা গোয়া দলের কোচ মানালো মার্কেজ বিপক্ষ সম্পর্কে বেশ ভালোমতোই অবগত । প্রথম দিকে ৪টি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও পরের দিকে বেশ সামাল দিয়েছেন মানালো । ১১ ম্যাচে দলের পয়েন্ট ১৯ । গোয়া রয়েছে চতুর্থ স্থানে । শুক্রবার আর্মান্দো সাদিকুও তৈরী থাকবেন নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে । তাকে আটকানোটা একটা বড় চ্যালেঞ্জ শুভাশীষ , টম , আলবার্তদের কাছে । এছাড়াও গোয়ার হয়ে নিয়মিত ভালো পারফর্মেন্স করে যাচ্ছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার বোরহা । মাঝমাঠ নিয়ন্ত্রণ করেন কার্ল ম্যাকহিউ । তিনিও মুখিয়ে থাকবেন তার প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে । তবে মোহনবাগান দলের পালতোলা নৌকা এখন ছুটছে দুর্বার গতিতে । গত ম্যাচে কেরালাকে মুখ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান মূলত আলবার্তোর গোলার মতো ড্রপভলীতে । এই দলের রক্ষণভাগের ফুটবলাররাও গোল পাচ্ছেন । মলিনার জন্য এটি স্বস্তির বিষয় হলেও , মানালোর ক্ষেত্রে মাথাধরার ব্যাপার । দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন লিস্টন ও মানভির । চোট সারিয়ে ফিরে নিজের ঝলক দেখাচ্ছেন আশিক কুরুনিয়ান । তাই হাতে অনেক অপশন থাকায় বেশ কিছুটা ফিল গুড পরিস্থিতি মোহনবাগানে । শুক্রবারের ম্যাচে ৩ পয়েন্ট পেলেই বেঙ্গালুরুর সঙ্গে সমসংখ্যক ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীষস্থান ধরে রাখবে মলিনা ব্রিগেড ।
মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল , শুভাশীষ , টম , আলবার্তো , আশীষ , আপুইয়া , সাহাল , লিস্টন , মানভির , দিমিত্রি পেট্রেটস ও জেমি ম্যাকলারেন ।
Comments :0