bumrah ruled out from champions trophy for injury

ছিটকে গেলেন বুমরাহ

খেলা

ছবি প্রতীকী।

 

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লেন জসপ্রিত বুমরাহ। পিঠের চোটের কারণেই এই সিদ্ধান্ত নেয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই ( ভারতীয় ক্রিকেট বোর্ড ) । কিছুদিন আগেই বর্ডার গাভাস্কার সিরিজে বুমরাহ প্রতিযোগিতার সেরার পুরস্কার পেয়েছিলেন। সেই সিরিজেই ছোট পেয়েছিলেন এই পেসার। তার জায়গায় দলে সুযোগ পেলেন হর্ষিত রানা। মোট ৩২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছিলেন বুমরাহ। তাই তার অনুপস্থিতিতে জোর ধাক্কা খেল ভারতীয় দলের স্কোয়াডে। গুরুত্বপূর্ণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিকেই পাখির চোখ করছেন কোচ গৌতম গম্ভীর। জাতীয় ক্রিকেট একাডেমি বা ন্যাশনাল ক্রিকেট একাডেমির ( NCA ) শীর্ষকর্তা নীতিন প্যাটেল একথা নিশ্চিত করেছেন যে ,বুমরাহ এই মুহূর্তে ম্যাচ ফিটনেসের জায়গায় নেই। বেঙ্গালুরুতে চোটের জায়গায় স্ক্যান করা হবে বুমরাহর। তারপরই জানা যাবে যে আরো কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

Comments :0

Login to leave a comment