নূরপুরে নদীর ধারে রাস্তা ভেঙে তলিয়েছে জলে। মাথা উঁচু করে রয়েছে ধসে যাওয়া জেটি। অনির্দিষ্টকালের জন্য প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি পরিষেবা। স্থানীয় বাসিন্দাদের কথায়, আশঙ্কা ছিলই। নূরপুরে জেটিঘাটের ধারে রাস্তায় ফাটল দেখা দিয়েছিল। মঙ্গলবার রাতে হুগলি নদীতে কোটালে জলস্তর বেড়ে যাওয়ায় রাস্তা ভেঙে তলিয়েছে। জেটিঘাট ধসে পড়েছে নদীর জলে। এই ঘটনায় বুধবার পোর্ট ট্রাস্ট, সেচ দপ্তর, ব্লক প্রশাসনসহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জেটিঘাট ধসে নদীতে পড়ে যাওয়ায় নূরপুর থেকে গাদিয়াড়া ও গেঁওখালি ফেরি সার্ভিস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। পূর্ব মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম যোগাযোগ মাধ্যম হিসাবে হাজার হাজার মানুষ এই ফেরি সার্ভিসের মাধ্যমে যাতায়াত করেন। যদিও প্রশাসনের তরফে বিকল্প ব্যবস্থা চালু করার আশ্বাস দেওয়া হয়েছে।
নূরপুরের স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার জেটিঘাটের রাস্তায় ফাটল দেখা দিয়েছিল। রাস্তার মাঝ বরাবর দুভাগ হয়। প্রায় ১০০ মিটারের মতো নদীর বাধে ধস নামে। রাতে কোটালে জেটিঘাটের রাস্তা ধসে হুগলি নদীর জলে তলিয়ে গিয়েছে। ধসে নদীর জলে পড়েছে জেটি। তাঁদের অভিযোগ, ডায়মন্ডহারবারের নূরপুরের জেটিঘাটটি কয়েক মাস আগে নতুন করে তৈরি করা হয়েছিল। নবনির্মিত জেটিঘাট ও রাস্তা এভাবে ধসে নদীর জলে পড়ে যাওয়ার ঘটনায় জেটিঘাট নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, নিয়ম নীতি মেনে অবিলম্বে কংক্রীটের জেটিঘাট নির্মাণ করতে হবে। তা না হলে এভাবে ধসে পড়বে হুগলি নদীর জলে।
jetty services closed
জেটি সহ রাস্তা জলের তলায়, দক্ষিণ ২৪ পরগনার নূরপুরে বন্ধ জেটি পরিষেবা

×
মন্তব্যসমূহ :0