ব্রিজ মেরামতির দাবিতে বাঁকুড়ার ছাতনা থানার ধবল অঞ্চলে জামথোল এলাকায় পথ অবরোধ করলেন সাধারণ মানুষজন। বামফ্রন্ট সরকারের সময় জামথোল ব্রিজটি তৈরি করা হয়। এই ব্রিজ হওয়ায় বাঁকুড়া সহ তিনটি অঞ্চলের মানুষ এই ব্রিজ যাতায়াতের জন্য ব্যাবহার করতেন। এলাকার মানুষজনদের অভিযোগ ব্রিজ তৈরি হওয়ার পর দীর্ঘ কয়েক বছর ধরে ব্রিজ মেরামতির কোন কাজ হয়নি। যার ফলে ভাঙতে শুরু করে ব্রিজের বিভিন্ন অংশ। বার বার স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানান হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ঝুঁকি নিয়ে চলতে থাকে যাতায়াত। গত বিধানসভা নির্বাচনে ব্রিজ মেরামতির দাবিকে সামনে রেখে ভোট বয়কট করেন এলাকার মানুষজন। সেই সময় শাসক দলের কাছ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও ব্রিজ মেরামতির কোন কাজ হয়নি।
বার বার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কাজ না হওয়ায় শুক্রবার সকালে বাঁকুড়ার শালতোলায় রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে আটকে পরে গাড়ি চলাচল। এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান বিডিও এবং স্থানীয় ঝালদা থানার আধিকারিকরা। সূত্রের খবর বিডিও পক্ষ থেকে বিক্ষোভকারিদের আশ্বাস দেওয়া হয় যে একমাসের মধ্যে টেন্ডার ডেকে ব্রিজ মেরামতির কাজ শুরু করা হবে।
Jhalda
ব্রিজ মেরামতির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
×
Comments :0