দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বিশদ রিপোর্ট চাইল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগকে সংঘর্ষের কারণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় দুই ছাত্র আহত বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ক্যাম্পাসে হিংসা বরদাস্ত করা হবে না।
২০২০’র ৫ জানুয়ারি এই ক্যাম্পাসেই লাঠি হাতে বাহিনী ছাত্রছাত্রীদের আক্রমণ করেছিল। আহত হয়েছিলেন ছাত্র সংসদের সভাপতি এবং এসএফআই নেত্রী ঐশী ঘোষ। আরও ২৮ ছাত্রছাত্রী আহত হয়েছিলেন সেই ঘটনায়। উগ্র হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন এবিভিপি’র বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল বহিরাগতরাও।
গত বৃহস্পতিবার জেএনইউ’র নর্মদা হস্টেলে সংঘর্ষকে দুই দল ছাত্রের মধ্যে ব্যক্তিগত কারণে সংঘর্ষ বলেছে জেএনইউ কর্তৃপক্ষ। পুলিশ ২টি এফআইআর দায়ের করেছে।
Comments :0