Journalist Hacked to Death

আততায়ীদের হামলায় সাংবাদিকের মৃত্যু যোগীরাজ্যে

জাতীয়

ফের যোগীরাজ্যে সাংবাদিককে  প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে নিহত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং(৫৪)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিভিল লাইন্স থানার কাছে একটি হোটেলের সামনে দুষ্কৃতীরা হামলা চালায় সাংবাদিকের উপর। অভিযোগ দুষ্কৃতীরা সাংবাদিকের পেটে একাধিকবার ধারালো অস্ত্রের আঘাত করায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে স্বরূপ রানি নেহরু হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় তাঁর। কি কারণে সাংবাদিকের উপর হামলা চালালো দুষ্কৃীরা তা এখনও স্পষ্ট নয়। কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। 
অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুষ্কর ভার্মা জানিয়েছেন, নিহত সাংবাদিক পাপ্পু হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো ছিলেন। দুই অভিযুক্তকে চিহ্নিত করা গেছে। তাঁদের মধ্যে এক দুষ্কৃতীকে ধরতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। আত্মরক্ষার্থে গুলি চালানো হয় এবং সেই গুলি অভিযুক্তের পায়ে লাগে। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্য অভিযুক্তের খোঁজে অভিযান শুরু হয়েছে। 

Comments :0

Login to leave a comment