Left Wins

কাঁকিনাড়া ওয়ার্কশপে জয়ী বামপন্থীরা

রাজ্য

কাঁকিনাড়া ৫০৭ আর্মি বেস ওয়ার্কশপে ওয়ার্কস কমিটির নির্বাচনে বামপন্থীরা বিপুলভাবে জয়লাভ করেছে। এই নির্বাচনে এ আই ডি ই এফ অনুমোদিত ই এম ই এমপ্লয়িজ ইউনিয়ন দশটার মধ্যে দশটি আসনেই জয়লাভ করেছে। এখানে আই এন ডি ডবলিউ এফ এর নামে তৃণমূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আই এন ডি ডবলিউ এফ’র নামধারী তৃণমূল একটিও আসনে জয়লাভ করতে পারে নি। এই নির্বাচনে বামপন্থী প্রার্থী অরুপ বিশ্বাস, বি ডি পাত্র,বুবাই গাঙ্গুলি, দেবাশীষ দাস, দীপক আশ,গৌতম প্রামাণিক, জিতেন্দ্র সাউ, এস আর কর্মকার,সায়ন্ত সরকার, স্বরুপ দাস জয়লাভ করে। শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 
কাঁকিনাড়া ৫০৭ আর্মি বেস ওয়ার্কশপ প্রতিরক্ষা দপ্তরের এই কারখানায় ওয়ার্কস কমিটির নির্বাচনে বামপন্থী ই এম ই এমপ্লয়িজ ইউনিয়ন বিপুলভাবে জয়লাভ করে। গত বছর এই নির্বাচনে তৃণমূল প্রতিরক্ষা সংস্থার শ্রমিক কর্মচারীদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন করে। তৃণমূল গায়ের জোরে গতবার এই ওয়ার্কস কমিটি দখল করে। এই বছর ২৪  নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূলের লোকজন এই অফিসের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এ বি ডবলিউ কাঁকিনাড়া তার সাথে যোগসাজশ করে নির্বাচন পিছিয়ে দেয়। পাঁচজন কর্মচারী যাতে নির্বাচনে ভোট দিতে না পারে তার জন্য এই অনৈতিক কাজে লিপ্ত হয় তৃণমূল। এই পাঁচজন কর্মচারী গত কয়েকদিন আগে কর্মজীবন থেকে অবসর নেন। এছাড়াও গত কয়েকদিন ধরেই এবারেও শ্রমিক কর্মচারীদের ফোন করে হুমকি চলে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তৃণমূলের এই হুমকির বিরুদ্ধে শুক্রবার ই এম ই এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্কশপের গেটের সামনে সভা করে। শনিবার নির্বাচন শুরু হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় তৃণমূলের নামধারী আই এন ডি ডবলিউ এফ একেবারে ধরাশায়ী হয়েছে। এই নির্বাচনে মোট ২৭০ জন শ্রমিক কর্মচারী ভোট দিয়েছেন। তৃণমূলের হুমকিকে তোয়াক্কা না করেই শ্রমিক কর্মচারীরা বামপন্থী প্রার্থীদের ভোট দিয়ে বিপুলভাবে জয়লাভ করতে সাহায্য করে। এই নির্বাচনে জয়লাভ করার পর বেঙ্গল এরিয়া এম ই এস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বীরেন্দ্র কুমার সাহু বলেন, এই জয় এন পি এস র বিরুদ্ধে লড়াইয়ের জয়। মোদী সরকার এন পি এস এর নামে শ্রমিক কর্মচারীদের অবসরকালীন জীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিচ্ছে। বামপন্থীদের নেতৃত্বে শ্রমিক কর্মচারীরা এন পি এস বাতিলের দাবিতে এই লড়াই করছে। এছাড়াও মোদী সরকার প্রতিরক্ষা শিল্পকে দেশী-বিদেশী কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। তৃণমূল ও বিজেপি’র মধ্যে কোনো পার্থক্য নেই এটা শ্রমিক কর্মচারীরা বুঝে ফেলেছেন। যার জন্য শ্রমিক কর্মচারীরা তৃণমূলের নামধারী আই এন ডি ডবলিউ এফ কে প্রত্যাখান করেছে। এই জয় শ্রমিক কর্মচারীদের জয়।

Comments :0

Login to leave a comment