VIRAT KOHLI

রেকর্ড কোহলির, তবু হারল ভারত

খেলা

CRICKET VIRAT KOHLI T20 WORLD CUP INDIA AUSTRALIA ENGLAND BRIAN LARA WEST INDIES ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ কোহলির

২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেই আটকে গেল টিম ইন্ডিয়া। কার্যত বোলিং বিপর্যয়ের জেরে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হলো ‘মেন ইন ব্লু’কে। দলের বিপর্যয়ের মাঝেও ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি।

পুরুষদের টি-২০ ফরম্যাটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন কোহলি। বৃহস্পতিবার অ্যাডিলেডে  ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন কোহলি। সেই ইনিংসের জোরেই এই রেকর্ড তৈরি করলেন তিনি। এর আগে  ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলকও সবার আগে স্পর্ষ করেছিলেন কোহলি।

এর পাশাপাশি বৃহস্পতিবার আরও এক রেকর্ড সৃষ্টি করেন কোহলি। এতদিন অ্যাডিলেড স্টেডিয়ামে বিদেশি ব্যাটার হিসেবে সব থেকে বেশি রান সংগ্রহের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারার নামে। বৃহস্পতিবার রানের নিরিখে লারাকে ছাপিয়ে যান কোহলি। ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে অ্যাডিলেডে ১৫ ইনিংসে লারা’র সংগ্রহ  ৯৫০ রান। সম সংখ্যক ইনিংস খেলে কোহলির সংগ্রহ ৯৫০ রান।

২০২২ টি ২০ বিশ্বকাপে কোহলি একমাত্র ভারতীয় ব্যাটার যিনি একের বেশি ‘হাফ সেঞ্চুরি’ করেছেন। সেমিফাইনাল ধরলে ৬টি ম্যাচের মধ্যে ৪টিতে অর্ধশতরান করেছেন বিরাট। 

Comments :0

Login to leave a comment