আমেরিকা প্রস্তাবিত তথাকথিত ‘বোর্ড অফ পিস’ ভারতের অংশগ্রহণ করা উচিত নয় বলে দাবি করলো বামপন্থী দলগুলি। সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল)-লিবারেশন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি-র পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।
বাম দলগুলির মতে, গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের নামে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন, তা আসলে প্যালেস্টাইনের জনগণের মৌলিক অধিকারকে খর্ব করার একটি কৌশল। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত যদি এমন একটি বোর্ডে যোগ দেয় যা প্যালেস্টাইনের সার্বভৌমত্বকে সম্মান করে না, তবে তা হবে দীর্ঘদিনের প্যালেস্টাইন নীতির প্রতি একটি চরম বিশ্বাসঘাতকতা।’
বামপন্থীদের প্রধান অভিযোগ হলো, এই নতুন কাঠামোটি সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপুঞ্জকে এড়িয়ে গিয়ে তৈরি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন আধিপত্য কায়েমের চেষ্টা হিসেবে দেখছে বাম শিবির। তাদের দাবি এটি রাষ্ট্রপুঞ্জের ক্ষমতাকে খর্ব করে একটি বিকল্প মার্কিন-নিয়ন্ত্রিত ব্যবস্থা তৈরি করতে চাইছে। এই বোর্ডে স্থায়ী সদস্যপদের জন্য ১ বিলিয়ন ডলারের শর্ত রাখা হয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিকে ‘পে-টু-প্লে’ বা অর্থের বিনিময়ে প্রভাব খাটানোর ক্লাবে পরিণত করবে।
বামপন্থী দলগুলি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা মার্কিন ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা’ থেকে দূরত্ব বজায় রাখে। প্যালেস্টাইন এবং গ্লোবাল সাউথ-এর অন্যান্য দেশ যারা মার্কিন চাপের মুখে রয়েছে, তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ভারতের মতো দেশের উচিত কোন নতুন মার্কিন ব্লকের অংশ না হয়ে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থার পক্ষে সওয়াল করা।
LEFT PARTY
ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ ভারতের যোগদানের বিরোধিতায় সোচ্চার বাম দলগুলি
×
Comments :0