Leopard Attack

চিতাবাঘের আক্রমণে আহত এক মহিলা

জাতীয়

চিতাবাঘের আক্রমণে আহত এক মহিলা

গোরেগাঁওয়ের আরেয় কলোনিতে চিতাবাঘের আক্রমণে আহত ৩৪ বছর বয়সী এক মহিলা। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, আরেয় কলোনির বাসিন্দা সঙ্গীতা গুরাভ কর্মস্থল থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন একটি চিতাবাঘকে তিনি দেখতে পান। ওই চিতাবাঘটির থেকে নিজেকে বাঁচাতে দৌড়াতে শুরু করেন ওই মহিলা। দৌড়ানোর সময় তিনি পড়ে গেলে চিতাবাঘটি তার ওপর আক্রমণ করে এবং তাতে তিনি আহত হন। মহিলাটি ঘাড়ে এবং পিঠে আঘাত পেয়েছেন বলে জানা যাচ্ছে।  


গোটা বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। আহত অবস্থায় সঙ্গীতা গুরাভকে স্থানীয়রাই হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল। 


মহারাষ্ট্রের বন দপ্তর সূত্রের খবর এই ঘটনার পর চিতাবাঘটিকে আর ওই এলাকায় দেখা যায়নি। 
আরেয় কলোনি মুম্বাইয়ের ‘সবুজ ফুসফুস’ হিসেবে পরিচিত। চিতাবাঘ ছাড়াও বিভিন্ন প্রজাতির প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে মাধেমধ্যে।

Comments :0

Login to leave a comment