A Raja

ডিএমকে সাংসদের মন্তব্যের কড়া সমালোচনায় লেপ্রসি মিশন ট্রাস্ট

জাতীয়

ডিএমকে সাংসদ এ. রাজা সম্প্রতি  কুষ্ঠ রোগ ও এইচআইভি অসুখের সঙ্গে সনাতন ধর্মের তুলনা করেছেন। লেপ্রসি মিশন ট্রাস্ট থেকে সাংসদের এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে । এ. রাজাকে এক চিঠিতে তারা জানিয়েছেন যে তার  প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত কারণ কুষ্ঠ  এমন একটি রোগ যে মানুষ এই রোগ হলে শুধু শারীরিক কষ্ট পায় না, তারা সামাজিকভাবেও বঞ্চিত হন। এদেশে কুষ্ঠ সম্পর্কে ভুল ধারণা ও লজ্জা এখনো বর্তমান।এই অসুখ সম্পর্কে কথা বলতে গেলে আরো বেশি সচেতন হওয়া দরকার। 
কুষ্ঠ বা এইচআইভি সম্পর্কে নেতিবাচক কথাবার্তা জনসাধারণের কাছে  ভ্রান্ত ধারণা প্রচার করবে বলে প্রতিবন্ধী আন্দোলনের কর্মীরাও মনে করছেন। এখানে উল্লেখ করা দরকার যে ভারতের প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের অধিকার আইন অনুসারে কুষ্ঠ রোগের কারণে যাদের অঙ্গবিকল হয়েছে তারাও প্রতিবন্ধীদের মধ্যেই অন্তর্ভুক্ত। ন্যাশনাল প্লাটফর্ম ফর রাইটস অফ ডিসএবেল্ড  এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এই বিষয়ে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের চিফ কমিশনের অফিসকে চিঠি লিখবেন। প্রান্তিক গোষ্ঠীর কোন মানুষদের সম্পর্কে কথা বলার সময় জনপ্রতিনিধিদের আরও বেশি সতর্ক থাকা দরকার বলে প্রতিবন্ধী আন্দোলনের কর্মীরা জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment