রবিবার ইএফএল কাপের মেগাফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও নিউক্যাসেল ইউনাইটেড। ওয়েম্বলিতে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১০টায়। সেমিফাইনালে শক্তিশালী আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠেছে স্যান্ড্রো টোনালি , আইজ্যাকরা। লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় এডি হাউয়ের দল। অন্যদিকে টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে উঠেছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল লিভারপুল। মোট ১০বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে ' দ্যা রেডস ' রা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হারের পর আর্নে স্লটের দল পাখির চোখ করছে এই ট্রফিটিকেই। প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষেই রয়েছে মহম্মদ সালাহরা। তাই এই ট্রফিটি জিতে আত্মবিশ্বাস আরো বাড়িয়ে নিতে চায় লিভারপুল।
EFL CUP FINAL
ইএফএল কাপ ফাইনালে লিভারপুলের সামনে নিউক্যাসেল

×
Comments :0