একবালপুরে এক যুবককে পিটিয়ে খুন। জানা গেছে গত ৯ সেপ্টেম্বর রাতে মদ্যপান করার প্রতিবাদ করায় এই খুন। আহত যুবক হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে একবালপুর থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। ঘটনায় মুল অভিযুক্ত আমজাদ সহ দুস্কৃতীরা পলাতক।
অন্যদিকে তপসিয়া অঞ্চলে ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যাক্তির মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আক্রান্ত অমিত সরকারের অভিযোগ উজ্জ্বল সংঘের কিছু সদস্য এর মধ্যে যুক্ত। অভিযুক্তরা সবাই তৃণমূল কর্মী। যিনি আক্রান্ত তিনিও একজন তৃণমূল কর্মী। তপসিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও কাউক আটক করা হয়নি বলে জানা গিয়েছে।
Lynching
একবালপুরে যুবককে পিটিয়ে খুন

×
মন্তব্যসমূহ :0