Bangla Bachao Raniganj

লটারি-মদ বন্ধ করে দিতে হবে কাজ, স্লোগানে সরগরম শিল্পাঞ্চল

জেলা বাংলা বাঁচাও যাত্রা

‘শিল্প বাঁচাও-কাজ বাঁচাও- বাংলা বাঁচাও‘ দাবি নিয়ে পদযাত্রা রানিগঞ্জে।

মলয়কান্তি মণ্ডল: রানিগঞ্জ

রানিগঞ্জ শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানা খুলে বেকারদের কাজের দাবি, কলকারখানার শ্রমিকদের অধিকার রক্ষার দাবির সাথে বঞ্চিত বস্তিবাসী, কৃষক আর খেতমজুরদের কণ্ঠস্বর এক হয়ে ক্রমশ আরও সোচ্চার হয়ে উঠেছে 'বাংলা বাঁচাও' শ্লোগানে। কাজের আকাল রানিগঞ্জ-আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে। বেকার যুবরা  চাইছেন  কাজ। কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূলের জমানায় ক্রমশ মরুভূমি হচ্ছে শিল্পাঞ্চল। ‘শিল্প বাঁচাও-কাজ বাঁচাও- বাংলা বাঁচাও‘  দাবি নিয়ে শুক্রবার শীতের কুয়াশামাখা সকালে রানিগঞ্জের কাঠগাদা থেকে পদযাত্রা শুরু হয়।  এদিন ব্যপক অংশের বস্তিবাসীরা পদযাত্রাকে সমর্থন জানিয়ে সমস্বরে বলেছেন, "তৃণমূল ও বিজেপি গরিব মানুষের রুটি, রুজি, বাসস্থান সব লুট করতে চাইছে।" 
কয়লাঞ্চল জানে,  তৃণমূল আমলে চুরি, দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে। রাজ্যজুড়ে অপরাধ প্রবণতা বেড়েছে। বিজেপি কয়লা অঞ্চলের বিস্তীর্ণ তল্লাটে চালাচ্ছে ধর্মীয় উন্মাদনা, বিভাজনের সলতে পাকানোর কাজ। গরিব মানুষকে ভাগ করার চক্রান্ত চলছে প্রতিনিয়ত। গরিব-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে লালঝাণ্ডা। লালঝাণ্ডা নিয়েই রানিগঞ্জ শহরের  বিস্তীর্ণ প্রান্তরের মানুষের সঙ্কট,লড়াই উন্নয়নের বিকল্প ছবি তুলে ধরা বাংলা বাঁচাও পদযাত্রা। 
বেআইনি মদের দোকান, ডিয়ার লটারির রমরমা যুব সমাজকে শেষ করে দিচ্ছে। সর্বনাশা ডিয়ার লটারি, মদ, জুয়া বন্ধ করার দাবি নিয়ে এগিয়ে চলল পদযাত্রা। পদযাত্রায় ছিলেন জেকে নগর খাদানের কয়লা খনি শ্রমিক অরুণাভ মুখার্জি। তিনি জানালেন, মোদী সরকারের কর্পোরেট তোষণের স্পষ্ট প্রকাশ কয়লা খনির  বেসরকারিকরণ হচ্ছে। কয়লা শিল্প বাঁচানোর দাবিতে পদযাত্রা আওয়াজ তুলেছে। পদযাত্রায় ছিল সিহারশোলের ছাত্রী পারমিতা সূত্রধর, পায়েল বাউরিরা। তারাও শ্লোগান দিয়েছে দীর্ঘপথ।  তারাও জেনেছে, সরকারি স্কুল বন্ধ হতে চলেছে। তারাও বলছে, এই অত্যাচার বন্ধ হোক। একশো দিনের কাজ, আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলের কাটমানির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। 
কৃষক বাদল মাজি, মধু মাহাতোরা তাদের উৎপাদিত ফসল রানিসায়ের হাটে বিক্রি করে উপযুক্ত দাম পাচ্ছেন না। সারের দাম বেড়েছে, বীজের দাম বেড়েছে। তৃণমূল ব্লক কৃষি দপ্তর থেকে সার, বীজ, কৃষি সরঞ্জাম লুট করছে। তারা জানালেন,  লুটের কাহিনি। পশ্চিম বর্ধমান জেলায় দামোদর ও অজয় নদী থেকে অবৈধ ভাবে বালি লুট করছে তৃণমূল। সপ্তাহব্যাপী কয়লাঞ্চলজুড়ে এ লুটের কথাই উঠে এসেছে। পদযাত্রীদের মোড়ে মোড়ে ফুল ছড়িয়ে, মালা ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন আমজনতা। 
এদিনের পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, মনোজ দত্ত, অরুণ পাণ্ডে, সুপ্রিয় রায় প্রমুখ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment