ক্রিকেটে ইতিহাস গড়ল নেপাল । পাকিস্তানকে হারালো নেপাল । কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ উইমেন্স টি টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে অন্যন্যা কীর্তি গড়লেন পুজা মাহাতো , সনি পাখরিনরা । টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক জুফিশান আয়াজ । ৫ উইকেট খুইয়ে ১০৪ রান করে পাকিস্তান । কোমল খান করেন ৪৩ বলে ৩৮ রান । মাহাম নায়িজ করেন ৩৮ বলে ২৯ রান । নেপাল অধিনায়ক পুজা মাহাতো দুটি উইকেট নেন । পাক অধিনায়ক জুফিশান ও ফিয়াজের উইকেট নেন পুজা । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রানের লক্ষ্যপূরণ করতে সক্ষম হয় নেপাল । অধিনায়ক পুজা মাহাতোই সর্বাধিক ৪৭ রান করেন । এছাড়াও সনি পাখরিন ১৩ ও সিমানা করেন ১২ রান । ব্যাটিং ও বোলিংয়ে সমান দক্ষতার সঙ্গে পারফরমেন্স করার দরুন ম্যাচ সেরার পুরস্কার পান পুজা মাহাতো ।
Comments :0