Nepal Earthquake

ভূমিকম্পে কাঁপলো নেপাল সহ ভারত

আন্তর্জাতিক

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল সহ ভারতের কয়েকটি শহর। মঙ্গলবার রাত ১:৫৭ মিনিট নাগাদ নেপাল সহ দিল্লি, নয়ডা, গুরুগ্রাম সহ আশ পাশের শহর গুলিতে ভুমিকম্প অনুভূত হয়। ন্যাশেনাল সেন্টার অফ সেইসমোলজির পক্ষ থেকে জানান হয়েছে যে রিক্টার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। 
ভূমিকম্পের জেরে ভারতে কোন ক্ষয়ক্ষতি না হলেও নেপালে ছয়জন মারা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর নেপালের দোতি জেলায় ভূমিকম্পের কারণে তিনজনের মৃত্যু হয়েছে। নেপালের দাইলেখ এই কম্পনের উৎপত্তি স্থল বলে জানা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় এই নিয়ে দুবার কেঁপে উঠলো নেপাল।   

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন