BJP

‘নবীন বরণ’ সভায় মোদীর নিশানায় বামপন্থীরা

জাতীয়

নতুন সর্বভারতীয় সভাপতি হিসাবে নীতিন নবীনের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করলো বিজেপি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হয় এই ঘোষনা। এদিন দলের অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মুখে শোনা গিয়েছে অনুপ্রবেশ প্রসঙ্গ। নরেন্দ্র মোদী বলেন, অনুপ্রবেশ দেশের জন্য। অনুপ্রবেশকারিদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠাতে হবে। চলতি বছর পশ্চিমবঙ্গ, কেরালা সহ একাধিক রাজ্যে নির্বাচন। তার আগে থেকেই অনুপ্রবেশ জিগির তুলে বিভাজন শুরু করেছে বিজেপি।
ভোটার তালিকার বিশেষ নিবির সংশোধনের সাথে পরিকল্পিত ভাবে যুক্ত করে দেওয়া হয়েছে নাগরিকত্বের বিষয়। মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ভারতে বসবাস করেন এমন পরিবারের সদস্যকেও পাঠানো হচ্ছে নোটিশ। অথচ বিহারের এসআইআর পর্বে কোন অনুপ্রবেশকারিকে চিহ্নিত করতে পারেনি কমিশন। যাদের নাম বাদ গিয়েছে তার মধ্যে কতজন অনুপ্রবেশনকারি তার কোন তালিকা প্রকাশ করতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার বক্তব্যে কেরালার বাম গণতান্ত্রিক জোটের সরকারকে আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন কেরালায় বামপন্থীদের এবার পরাজিত করবে বিজেপি। উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে কেরালা স্বাধীন ভারতের প্রথম রাজ্য হিসাবে নিজেদের দারিদ্র মুক্ত বলে ঘোষনা করতে সক্ষম হয়েছে। বিজেপি শাসিত কোন রাজ্য তা করতে সক্ষম হয়নি। অন্যদিকে তৃণমূল নিয়ে বা রাজ্যের নির্বাচন নিয়ে দলকে বিশেষ কোন বার্তা দিতে শোনা যায়নি নরেন্দ্র মোদীকে।
সোমবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিতিন নবীন। সভাপতি পদে নিতিনের নাম প্রস্তাব করেছিলেন নরেন্দ্র মোদী নিজেই দলীয় সূত্রে এমনটাই খবর।

Comments :0

Login to leave a comment