প্যারিস মাস্টার্স ওপেনের সেমি-ফাইনালে প্রবেশ নোভাক জকোভিচের। কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান টেনিস খেলোয়াড় লরেঞ্জো মুসেটিকে ৬-০,৬-৩ স্ট্রেট সেটে পরাজিত করেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ।
ম্যাচের প্রথম গেম একটুও ঘাম ঝরাতে হয়নি বর্ষীয়ান নোভাকের। প্রতিপক্ষ ২৩ নম্বর ইতালিয়ান লরেঞ্জ সেভাবে নড়াচড়া করতে পারেনি। দ্বিতীয় গেম সেটাও অতি সহজে জিতে নেয় প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই টেনিস দুনিয়ার সর্বকালের অন্যতম খেলোয়াড় জকোভিচ। খেলাতে ২১ বারের সিঙ্গেলস খেতাব বিজেতার ট্রেডমার্ক সার্ভের কাছে দিশাহারা দেখায় মুসেটিকে।
সেমি-ফাইনালে জকোভিচ লড়বেন প্রতিযোগিতার ৫ নম্বর খেলোয়াড় গ্রিসের স্টেফানোস সিৎসিপাসের বিরুদ্ধে।
আবার, বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ কোয়ার্টার ফাইনালে ডিনমার্কের খেলোয়াড় হোলগার রুনকে ম্যাচ চলাকালীন ওয়াকওভার দিয়ে দেয়। ম্যাচের রেজাল্ট ছিল তখন ৬-৩,৬-৬ রুনের পক্ষে। সেই মুহুর্তে একটা শটের রেজাল্ট নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সদ্য মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ। তারপর আর কোর্টে টেনিস বল গড়ায়নি।
Paris Masters Semifinal
সেমি-ফাইনালে নোভাকের প্রতিপক্ষ স্টেফানোস
×
Comments :0