on this day 1973

ভারত তথা বিশ্বের সেরা ব্যাটার শচীন জন্মেছিলেন আজকের দিনে

খেলা

on-this-day-1973

আজ ২৪এপ্রিল । ১৯৭৩সালে আজকের দিনেই জন্মেছিলেন বিশ্ব তথা ভারতের সেরা ব্যাটার শচীন রমেশ তেন্ডুলকর। মহারাষ্টের বোম্বেতে ( বর্তমানে মুম্বাই ) এক মধ্যবিত্ত পরিবারে জন্মান শচীন। তার বাবা রমেশ তেন্ডুলকর পেশায় একজন মারাঠি লেখক ও কবি ছিলেন এবং তার মা রজনী কাজ করতেন বিমা কোম্পানিতে। ছোটবেলায় আচারেকর ক্রিকেট একাডেমি থেকে উত্থান শচীনের। ১৯৮৭তে মাত্র ১৪বছর বয়সে বোম্বের হয়ে রঞ্জি দিয়ে ক্রিকেট ক্যারিয়ারের সূচনা করেন শচীন। ১৯৮৯ সালে মাত্র ১৬বছর বয়সেই দেশের জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় শচীনের। সেই শুরু। তারপর থেকে মোট ২০০টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ১৫৯২১রান।৪৬৩টি একদিনের ম্যাচে করেছেন ১৮৪২৬রান। এছাড়াও মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে আইপিএলে ৯৬টি ম্যাচ খেলে করেছেন ২৭৯৭রান। প্রথম ব্যাটার হিসেবে করেছেন ১০০০০, ১২০০০ এবং ১৫০০০ রানের রেকর্ড। ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ। ২০১২তে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করেন বহু প্রতীক্ষিত সেই ১০০তম শতরান। প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ইয়র্কশেয়ারে খেলেন কাউন্টি ক্রিকেট। ভারত রত্ন , খেল রত্ন , অর্জুন পুরস্কার , পদ্মশ্রী , পদ্মভূষণ এইরকম বহু পুরস্কারের সম্মানে সম্মানিত হয়েছেন এই কিংবদন্তি। ২০১২ তে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর ঘোষণা করেন ক্রিকেট জগতের এই মহীরুহ। 

 

Comments :0

Login to leave a comment