Moradabad House Muslim

মুসলিম, আপত্তি মহল্লায়, বাড়ি বেচছেন মোরদাবাদের সেই পরিবার

জাতীয়

ব্যানারে লেখা ‘ডা. অশোক বাাজাজ হায় হায়’। মুসলিম পরিবারকে বাড়ি বিক্রিতে মোরদাবাদে।

মোরাদাবাদের সেই মুসলিম পরিবারকে বাড়ি বিক্রি করতে হচ্ছে। চিকিৎসক পরিবার বাড়িটি কিনলেও বাসিন্দাদের একাংশ একেবারে মাঠে নেমে পড়েছেন ধর্মীয় পরিচয়ে আপত্তি তুলে। 
মোরাদাবাদের উচ্চ মধ্যবিত্ত বসত কলোনি ‘টিডিআই সিটি’-র এই ঘটনা ফের দেখিয়েছে বিভাজনের বিষ কতটা নিচে নেমেছে। 
চিকিৎসক অশোক বাজাজ প্রায় ছয় বছর ধরে ছিলেন এই এলাকার একটি ফ্ল্যাটে। বাড়িটি বিক্রি করেছিলেন এক মুসলিম পরিবারকে। 
বাজাজ জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে সম্পর্ক প্রায় চল্লিশ বছরের। ক্রেতা পরিবারও এক চিকিৎসক দম্পতির। প্রতিবেশীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁদের। এরপরই একদল ব্যানার নিয়ে নেমে পড়ে ‘মুসলিমদের বাড়ি বেচা যাবে না’ স্লোগান দিয়ে।
সংবাদমাধ্যমে তাঁদের কেউ কেউ বলেছেন যে কাছেই মন্দির। মহিলাদের নিরাপত্তার প্রশ্নও রয়েছে। তাই নাকি আপত্তি। বাজাজ নিজে যদিও বলেছেন যে এলাকায় বহুদিন ধরে আরও পরিবার রয়েছে, যারা মুসলিম। এমন অবস্থা হয়নি।
তিনি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় ঠিক হয়েছে ওই চিকিৎসক দম্পতি অন্য একটি হিন্দু পরিবারকে বাড়িটি বেচবেন। তাঁরা থাকছেন না। 
মাসখানেক আগে গুজরাটের একটি সরকারি আবাসনে মুসলিম পরিবারকে থাকতে না দেওয়ার স্লোগান তুলে নেমে পড়েছিলেন প্রতিবেশীদের একাংশ। 
সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি ঘটনা কেবল সামনে আসছে। বাকি বহু ঘটনা চোখের আড়ালেই চলে যাচ্ছে। 
উত্তর প্রদেশের মোরদাবাদেই ২০২১ সালে এমন হয়েছিল। এমনকি বিভিন্ন মেট্রো শহর ঘিরেও এমন অভিযোগ রয়েছে।

Comments :0

Login to leave a comment