New Zealand vs Pakistan t20 match

পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় কিউইদের

খেলা

New Zealand vs Pakistan t20 match

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। পাঁচ টিটোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল । হাগলে ওভাল স্টেডিয়ামের এই ম্যাচ প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাইকেল ব্রেসওয়েল। কাইল জেমিসন ও জেকব ডাফির বলে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ওপেনিং জুটি মহম্মদ হ্যারিস ও হাসান নওয়াজ। অধিনায়ক সালমান আলী আঘার ২০ বলে ১৮রানের ছোট্ট ইনিংসটি কোনো কাজেই আসেনি। কারণ ইরফান ( ১রান ) , শাদাবরা ( ৩রান ) তাকে যোগ্য সহায়তাই করতে পারেননি। খুশদিল শাহের ৩২ রানের সাহায্যে পাকিস্তান মাত্র ৯১রান তুলতে সক্ষম হয়। ১৮.৪ ওভারে এই নিম্ন রান তোলে পাকিস্তান।টিম স্টেফার্ড ( ৪৪রান ) , ফিন আলেন ( ২৯রান ) এবং টিম রবিনসনের ( ১৮রান ) দৌলতে মাত্র ১০ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। 

Comments :0

Login to leave a comment