Sujan Chakrabarty Campaign

ছবিতে ধরা প্রচার, দমদমে সুজন চক্রবর্তী

জেলা

নবীনের উৎসাহ। খড়দহে সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী।

খড়দহ কল্যাণ নগরে সুসজ্জিত প্রচার মিছিল এলাকায় এলাকায় পৌঁছালো প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়ে। দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কথা বললেন বাসিন্দাদের সঙ্গে। খড়দহ কল্যাণ নগর বটতলা প্রচার শুরু হয় শহীদ এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তকে স্মরণ করে। 

শুভেচ্ছা প্রবীণেরও


পূর্ব কল্যাণ নগর মাঠপাড়া, রিজেন্ট পার্ক, নবোদয় সঙ্ঘ, বন্দিপুর রহড়া বাজার, সাইবন হয়ে রামকৃষ্ণ  নগর পাতুলিয়া শান্তি পল্লীতে গিয়ে শেষ হয় মঙ্গলবার সকালের প্রচার। 

শুভেচ্ছা বিনিময়

সঙ্গে ছিলেন সিপিআই(এম) নেতা দেবজ্যোতি দাশ, বিশিষ্ট চিকিৎসক গৌতম মুখার্জি, সজল গুহ খড়দহ রহড়া এরিয়া কমিটির সম্পাদক রিন্টু মৈত্র, ছাত্র-যুব-মহিলা কর্মীরা। 

লড়াইয়ের পাশে


পরে পানিহাটি পৌরসভার বেহাল অবস্থা নিয়েও সোচ্চার হন চক্রবর্তী। বেশিরভাগ ওয়ার্ডে এই গরমেও মানুষ জল পাচ্ছেন না, পাঁচশো বছরের পুরনো পানিহাটি শহর আজ জঞ্জালে ভরা। 

‘বেহাল কেন পানিহাটি’

তিনবারের তৃণমূল সৌগত রায় পরিশ্রুত পানীয় জলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে চালু পরিশোধনের প্রকল্প আজও শেষ হয়নি।

(ছবি ও তথ্য: অভিজিৎ বসু)

Comments :0

Login to leave a comment