দুর্গাপুরে ২৯ নং ওয়ার্ডে সগড়ভাঙা এলাকার বনফুল সরনীর অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। লাগাতার চারবছর ধরে সিপিআ (এম) এর পক্ষ থেকে এই রাস্তা মেরামতির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। গত বছর ২২ডিসেম্বর এডিডিএতে রাস্তা মেরামতির দাবিতে ডেপুটেশন দেওয়া হলে সেই সময় এডিডিএর চেয়ারম্যান দাবী জানিয়ে ছিলেন যে রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।
কিন্তু তা হয়নি। উল্টে সোমাবার সকালে হঠাৎ করে সেই রাস্তার কাজ শুরু করার পরিবর্তে রাস্তায় এক বেসরকারি কোম্পানিকে দিয়ে ছাই ফেলানো হচ্ছিল বনফুল সরনীতে। স্থানীয় মানুষেরা এই কাজের প্রতিবাদ করেন এবং ছাই ভর্তি ডাম্পার ফেরত পাঠিয়ে দেন। তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালে তাদের ওপর লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষের ওপর লাঠিচার্জের প্রতিবাদে সোমবার বনফুল সরনী এবং ৪ নং বরো অফিস ঘেরাও করা হয় সিপিআই(এম) এর পক্ষ থেকে।
Comments :0