আইন চালুর বিরোধিতা কেবল নয়, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বাতিলের জন্য লড়াই চালিয়ে যাবে সিপিআই(এম)।
মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। বলেছে যে ভোটের আগে বিভাজন এই পদক্ষেপ স্পষ্ট করেছে যে ধর্মীয় বিভাজন এবং মেরুকরণের লক্ষ্যে এই আইনকে ব্যবহার করতে চায় বিজেপি।
সিএএ- কে বরাবর পার্টি বিরোধিতা করেছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করার কারণে। সেই অবস্থান মনে করিয়েছে পলিট ব্যুরো।
মঙ্গলবারই কেরালার মুখ্যমন্ত্রী এবং পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন স্পষ্ট করেন যে কেরালা এই আইনকে প্রয়োগ করবে না।
পলিট ব্যুরো বলেছে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় রাজ্য সরকারকে একেবারে বাইরে রাখার ব্যবস্থা রয়েছে বিধিতে। বিরোধী রাজ্যগুলিকে বাদ দেওয়ার জন্য এই ব্যবস্থা।
এই আইনের সঙ্গে জাতীয় পর্যায়ে এনআরসি তৈরির সম্পর্ক মনে করিয়েছে পলিট ব্যুরো।
সংখ্যালঘুদের আক্রমণের লক্ষ্য করতে বারবার এই মর্মে ঘোষণা করেছেন অমিত শাহ এবং বিজেপি নেতারা।
CPIM POLI BUREAU
সিএএ বাতিলের লড়াই-ই চলবে, জানালো পলিট ব্যুরো
×
Comments :0