মুর্শিদাবাদে ভোটে হার বুঝেই গ্রামের মানুষের উপর তৃণমূলের হামলা। চালানো হল গুলি। গুলিবিদ্ধ একাধিক শিশু সহ অনেকে।
ভোটের পর সন্ত্রাসের পথে তৃণমূল। বুধবার সকালে ভগবানগোলার রানীতলা থানার হোসনাবাদ গ্রামে সিপিআই(এম), কংগ্রেস কর্মীদের উপর চালানো হল গুলি। বন্দুক, ধারালো অস্ত্র নিয়ে হামলা রানিতলা থানার হোসনাবাদে। আহতের বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এলাকায় রয়েছেন সিপিআই(এম) নেতা বদরুদ্দোজা খান, ধ্রুবজ্যোতি সাহা এবং কংগ্রেস নেতারা। আক্রান্ত পরিবারের পাশে পার্টি নেতৃত্ব।
সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘মুর্শিদাবাদে হার নিশ্চিত দেখে পায়ে পা লাগিয়ে তৃণমূল ঝামেলা করতে চাইছে। গতকাল রানিতলায় কংগ্রেস এবং বামপন্থী কর্মীদের ওপর হামলা হয়েছে। পারিবারিক কারণকে রাজনৈতিক কারণে পরিনত করে ঝামেলা করা হয়েছে। অমানবিক ভাবে শিশুদের ওপর হামলা করা হয়েছে।’’
Comments :0