Post Office Savings Fraud

পোস্ট অফিস থেকে উধাও সঞ্চয়ের টাকা, পুলিশকে তিরস্কার করে সিআইডিকে তদন্তভার হাইকোর্টের

কলকাতা

ছবি প্রতীকী

পোস্ট অফিসে জমানো টাকা উধাও হয়ে গেছে। ১২ লক্ষ টাকা উধাও হয়ে গেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের এক ব্যক্তির। এই ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। 
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণে বলেছেন, খাটনির টাকা জমানোর জন্য পোস্ট অফিসে টাকা রাখছেন মানুষ। সেই টাকা লোপাট হয়ে যাচ্ছে। পুলিশ কিছুই করছে না। তাঁর পর্যবেক্ষণ, সরকারি চাকুরীজীবিদের টাকা পোস্ট অফিস থেকে এভাবে লোপাট হয়ে গেল, আর পুলিশ কিছু না করলে পোস্ট অফিসে সঞ্চয়ের প্রকল্প থেকে মানুষের ভরসা চলে যাবে।”
মামলার শুনানির সময় বিচারপতি বলেন, "গত দেড় বছরে জামালপুর থানা কিছু করেনি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে যদি এই ভাবে মানুষ প্রতারিত হয় তাহলে মানুষ যাবেন কোথায়?” বিচারপতি পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাত থেকে তুলে নিয়ে ঘটনার তদন্তভার দেন সিআইডি-কে। তিনি নির্দেশ দিয়েছেন আগামী ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। পোস্ট অফিস প্রতারণা করেছে কিনা তা দেখার পাশাপাশি পুলিশ তদন্তে গাফিলতি করেছে কিনা, তাও দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Comments :0

Login to leave a comment